সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন মেনে নিতে পারি না : এরশাদ
ঢাকা ৬ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাঈন মুহাম্মদ এরশাদ বলেছেন, সুপ্রিমকোর্টের সামনে যে গ্রীকদেবীর মূর্তি বসানো হয়েছে, মুসলমান হিসেবে আমি তা মেনে নিতে পারি না। মূর্তির বিপক্ষে অবস্থান নেয়া প্রতটি মুসলমানের কর্তব্য।
আজ দুপুরে তাঁর বনানীর দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় সুপ্রিম কোর্টের সামনেসহ সারাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপনের প্রতিবাদ এবং অপসারণের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচীর অংশ হিসেবে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে এরশাদের হাতে আন্দোলনের বিষয়টি উপস্থাপন করে প্রকাশিত লিফলেট তুলে দেয়া হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমীন হাওলাদার, যুগ্ম-মহাসচিব এহিয়া চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!