রাজশাহীতে অভিযান ‘সান ডেভিল’ সমাপ্ত
রাজশাহী ১২ মে ২০১৭ (গ্লোবটুডেবিডি): রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুরে ৩৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জঙ্গিবিরোধী অভিযান ‘সান ডেভিল’ শেষ হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে এক বিফ্রিংয়ের মাধ্যমে অভিযান সমাপ্তির ঘোষণা দেন রাজশাহীর অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ।
তিনি জানান, পুলিশ সদর দফতরের ল’ফুল ইন্টারসেপশান সেলের নির্দেশ পেয়ে বুধবার দিনগত রাত ২টার দিকে গোদাগাড়ীর ওই বাড়িতে অপারেশন ‘সান ডেভিল’ শুরু করে পুলিশ। কিছুটা বিরতিসহ টানা ৪৩ ঘণ্টার এ অভিযান শুক্রবার দুপুর ১টার দিকে শেষ করা হয়।
এই অভিযানে ৫ জঙ্গি নিহত হয়েছে। আর জঙ্গি হামলায় নিহত হয়েছে দমকল বাহিনীর কর্মী আবদুল মতিন।
এছাড়া অভিযানকালে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আর আত্মসমর্পণ করেছেন এক নারী জঙ্গি। উদ্ধার করা হয়েছে ৫ বছর ও দেড় মাস বয়সী এক কন্যা শিশুকে।
দ্বিতীয় দিনের অভিযানে শুক্রবার বাড়ি থেকে ১১টি শক্তিশালী বোমা, একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, কিছু জিহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে বলেও জানান এই অতিরিক্ত ডিআইজি।
নিশারুল আরিফ আরও বলেন, ‘পরিবারটি বড় ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। এজন্য সেখানে জঙ্গিদের প্রশিক্ষণও দেয়া হতো।’
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!