মেক্সিকোকে উড়িয়ে দিয়ে ফাইনালে জার্মানি
৩০ জুন ২০১৭ (গ্লোবটুডেবিডি): কনফেডারেশনস কাপের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির কাছে পাত্তাই পেল না মেক্সিকো। কনকাকাফ চ্যাম্পিয়নদের ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই প্রথম কনফেডারেশনস কাপের ফাইনালে উঠল জার্মানরা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে খেলবে জোকাকিম লোর দল। প্রথম সেমিফাইনালে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।
সোচিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় শুরু ম্যাচের মাত্র আট মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। দুটি গোলই করেছেন লিও গোরেৎসকার। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন প্রথম দুই ম্যাচেই গোল করা টিমো ভেরনার। ৮৯ মিনিটে মেক্সিকোর হয়ে একটি গোল শোধ করেছিলেন ফ্যাবিয়ান স্লামসিন। তবে যোগ করে সময়ে আমিন ইউনিসের গোলে বড় জয় নিয়েই ফাইনালে উঠে যায় জার্মানি।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!