লন্ডন থেকে সাইকেলে ৯ জনের হজযাত্রা
২৪ আগস্ট ২০১৭ (গ্লোবটুডেবিডি): ব্রিটেনের ৯ হজযাত্রী ছয় সপ্তাহ ধরে বাইসাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছেছেন। লন্ডন থেকে যাত্রা শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, গ্রিস, মিসর হয়ে সৌদি আরব পৌঁছতে তারা পাড়ি দিয়েছেন তিন হাজার কিলোমিটার পথ।
ব্রিটিশ রাইডারদের এই বাইক চালানোর উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তি ও সহনশীলতার বাণী পৌঁছে দেয়া। যেসব দেশ দিয়ে তারা গিয়েছেন সেখানে এ বার্তাই পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন তারা।
ব্রিটিশ ওই ৯ মুসলিম তাদের দীর্ঘ হজযাত্রার নাম দিয়েছেন ‘দ্য হজ রাইড’। এ ছাড়া এ হজ রাইডের সময় তারা কিছু অর্থও সংগ্রহ করেন। পথে বিভিন্নজনের সহায়তায় তারা ১০ লাখ ব্রিটিশ পাউন্ড সংগ্রহের টার্গেট নেন। এ অর্থ ব্যবহার করা হবে সিরিয়ার শরণার্থীদের জন্য।
আবদুল ওয়াহিদ নামে এক নওমুসলিম এই হজ রাইডের আইডিয়া দেন। তিনি ১১ বছর আগে ইসলাম গ্রহণ করেন।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!