মিয়াদ হত্যা: সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সিলেট ১৯ অক্টোবর ২০১৭ (গ্লোবটুডেবিডি): সিলেটে ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যাকাণ্ডে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হওয়ার পর সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়- ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এছাড়া আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীদের ‘জীবন বৃত্তান্ত জমা দেয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারের জের ধরে গত সোমবার সিলেটে ওমর আহমদ মিয়াদ (২২) নামে বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র খুন হন।
তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিচরি গ্রামে। এ ঘটনায় তিনজন আহত হন।
আহতরা হচ্ছেন নাসিম, তারেক ও রাহাত। এর মধ্যে নাসিমের অবস্থা গুরুতর। তারা সবাই ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদের অনুসারী।
এ নিয়ে সিলেটে দুই মাসে দুই ছাত্রলীগ কর্মী খুন হলেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর শিবগঞ্জে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। গত ৭ বছরে সিলেটে ছাত্রলীগের ৮ নেতাকর্মী খুন হলেন।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!