স্কুলছাত্র ছেলের সামনেই বাবাকে গুলি করে হত্যা
১০ জানুয়ারি ২০১৮ (গ্লোবটুডেবিডি): ভারতের কলকাতার পার্কস্ট্রিট এলাকায় স্কুল পড়ুয়া ছেলে এয়মাসের সামনেই তার বাবাকে গুলি করে হত্যা করেছে ভোলা নামে এক ব্যক্তি।
পার্কস্ট্রিটের একটা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এয়মাস জানায়, বাবাকে আমার চোখের সামনেই গুলি করে মারল ভোলা আংকেল। আমি স্কুলের পোশাক পরেছি। বাবাই রোজ মোটরবাইকে করে আমায় স্কুলে পৌঁছে দিয়ে আসে।
সে জানায়, আজ সকালে ভোলা আংকেল এসে বাবাকে ডাকে। এ সময় বাবা চা খাচ্ছিল। চা খেতে খেতেই বাবা ঘর থেকে বেরিয়ে গেল। তখন আমিও ঘরের বাইরে যাই। দেখি ভোলা আংকেলের সঙ্গে বাবার কথাকাটাকাটি হচ্ছে। সেখানে আমার ছোট পিসিও (নুসরত বেগম) ছিল। বারবার ভোলা আংকেল রেগেমেগে বাবার দিকে তেড়ে আসছে। এ সময় অন্যান্য লোকজনও আশপাশে ছিল। তারাও বোঝানোর চেষ্টা করছিলেন ভোলা আংকেলকে।
এ সময় তিনি হঠাৎ একটা পিস্তল বের করল। পিসি তার হাত ধরে কিছু বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তারই মাঝে পিসির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে ভোলা আংকেল বাবার বুকে গুলি চালায়। বাবার শরীরটা একটা বড় গাছের মতো মাটিতে পড়ল বলে জানায় এয়মাস।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!