সমালোচনার মুখে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার
ঢাকা ১২ ফেব্রুয়ারি ২০১৮ (গ্লোবটুডেবিডি): ‘নির্দেশনা জারির একদিন পর ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ সকালে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সরকারি নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে।
এর আগে রবিবার নির্দেশনা জারির পর পরীক্ষামূলকভাবে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টানেট বন্ধ রাখা হয়। এছাড়া আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবায় ধীরগতি থাকে। এ ঘটনায় তীব্র সমালোচনা হয় ফেসুবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!