ভারতে শাড়ি চুরির অভিযোগে ৪২ বছর পর গ্রেফতার
৩০ মে ২০১৮ (গ্লোবটুডেবিডি): ভারতে শাড়ি চুরির অভিযোগে এক ব্যক্তিকে কথিত ঘটনার ৪২ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম রামাধর পান্ডে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।
খবরে বলা হয়, ১৯৭৬ সালের ২৫শে ডিসেম্বর গুজরাটের সুরাট শহর থেকে ট্রেনে কলকাতা আসার সময় এক বান্ডিল শাড়ি থেকে ৮৯টি চুরি হয়ে যায়। তখন ধারণা করা হয়েছিল চুরির সঙ্গে রেল কর্মীরা জড়িত। অভিযুক্তদের মধ্যেই ছিল রামাধর পান্ডের নাম।
পান্ডেকে গ্রেফতারের আগেই এই চুরির ঘটনায় আরো ৮ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু পান্ডের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
রায়পুরের রেল সুরক্ষা বাহিনীর অফিসার ইন-চার্জ দিবাকর মিশ্র জানান, প্রায় ২২ বছর ধরে মামলা চলার পরে স্থায়ী জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত। এর অর্থ, যে কোনও সময়েই গ্রেপ্তার করা যেতে পারে। আমরা অনেক খোঁজ করে জানতে পারি যে রামাধর পান্ডে বিহারে তার গ্রামের বাড়িতেই আছে। তাকে গ্রেপ্তার করতে দুই তিনবার অভিযান চালানো হয়েছে, তবে ধরা যায়নি।
নিজের গ্রামের এক মাতব্বর রামাধর। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গেলেই গ্রামবাসীরা বাঁধা দিত। তাই বারে বারে ফিরে আসতে হয়েছে রেল সুরক্ষা বাহিনীকে।
মিশ্র বলেন, এবার আমরা আর ঝুঁকি নিই নি। বিহার পুলিশের সঙ্গে আগে থেকে কথা বলে প্ল্যান করা হয় যে দিনের বেলা যখন ধরা যাচ্ছে না, তখন রাতে অভিযান চালাব।
পরিকল্পনা অনুযায়ী গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পুলিশের গাড়িগুলো রেখে দেওয়া হয়েছিল। বাকি পথটা পায়ে হেটে রওনা দেয় বাহিনী। পরে পান্ডের বাড়িটা ঘিরে ফেলে পুলিশ। এবার আর পালাতে পারেননি রামাধর পান্ডে।
মিশ্র বলছিলেন, চুরির অভিযোগটি যখন দায়ের হয়েছিল ওই রেল কর্মীর বিরুদ্ধে, তখন বয়স ছিল প্রায় ৩০। সেই যুবক এখন ৭০ পেরিয়ে গেছে। তবুও শেষ পর্যন্ত ধরা পড়লেনই।
About author
You might also like
ছয় ঘণ্টায় শত ভাষায় গান গেয়ে বিশ্বরেকর্ড
২৪ ফেব্রুয়ারি ২০১৮ (গ্লোবটুডেবিডি): সুচেতা সতীশ। বয়স মাত্র বারো। তবে সদ্য কৈশোরে পা দেওয়া কেরালার রাজ্যের এই মেয়ে অসাধ্য সাধন করেছে। গত ২৫ জানুয়ারি দুবাইয়ে ভারতীয় হাইকমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে
স্কার্টের নামে লুঙ্গি!
১ ফেব্রুয়ারি ২০১৮ (গ্লোবটুডেবিডি): ফ্যাশন নাকি চক্রাকারে ঘুরে ফিরে আসে। লুঙ্গির ভাগ্যে কি সেটাই ঘটতে যাচ্ছে? দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পোশাক লুঙ্গি। একালে কিছুটা অবহেলিত, কিছুটা হেয় চোখেও
নবজাতককে কুরিয়ার করলেন মা!
১৬ আগস্ট ২০১৭ (গ্লোবটুডেবিডি): নবজাতক শিশুকে প্লাস্টিকের একটি প্যাকেটে ভরে কুরিয়ারের মাধ্যমে অনাথ আশ্রমে পাঠিয়েছেন শিশুটির মা। কান্নার শব্দে কুরিয়ার সার্ভিসের এক কর্মী শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন। বৃহস্পতিবার
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!