চোখের পাতা কাঁপা মানে বিপদের লক্ষণ না
৩০ মে ২০১৮ (গ্লোবটুডেবিডি): চোখের পাতা কাঁপছে মানেই সামনে কোনো বিপদ আসছে আমরা মনে করি, এটি কুসংস্কার। কিন্তু বাস্তবিক অর্থে চোখের পাতা কাঁপা মানে শারীরিক কোনো সমস্যার লক্ষণ। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। চোখের পাতা কাঁপা এক ধরনের অসুখ যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় মায়োকিমিয়া বলা হয়।
চোখের পেশীর সংকোচনের কারণে চোখের পাতা কাঁপে। চোখের দৃষ্টির সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ক্লান্তি, পরিমিত পরিমাণ ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফেন ও অ্যালকোহল পান, এলার্জি এসব কারণে চোখের পাতা কাঁপতে পারে।
এছাড়া বেশীক্ষণ মোবাইল, কম্পিউটার বা টিভির দিকে তাকিয়ে থাকলে স্কিনের আলো চোখের দৃষ্টির সমস্যা করতে পারে। যা থেকে চোখের পাতা কাঁপতে পারে। দুই এক বার চোখের পাতা কাঁপলে তার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন নেই।
তবে যদি বেশি চোখের পাতা কাঁপে সেই ক্ষেত্রে চোখে গরম ভাপ অথবা বিশ্রাম নিতে হবে। এছাড়া অ্যালার্জি থেকে চোখের পাতা কাঁপলে অ্যান্টিহিস্টামিন ওষুধ ক্ষেতে হবে। তবে যদি অনেক দিন ধরে চোখের পাতা কাঁপার সমস্যা হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
About author
You might also like
হাতের লেখা ভালো করার কিছু কৌশল
২৬ জানুয়ারি ২০১৭ (গ্লোবটুডেবিডি): প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে এসে আমরা কম্পিউটার আর ট্যাবলেট জাতীয় স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর কাছে কৃতজ্ঞ। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হল- এখন ‘সুন্দর হাতের লেখা’ নিয়ে
সেলুন থেকে যে ইনফেকশনগুলো হতে পারে
ঢাকা ৮ মে ২০১৮ (গ্লোবটুডে ডেস্ক): আপনি ফ্রেশ হতে সেলুনে যান, কিন্তু অন্যান্য কমিউনাল এরিয়ার মতো আপনার স্থানীয় সেলুন থেকেও আপনি ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। এ প্রতিবেদনে সেলুন থেকে ছড়াতে পারে
হাঁটুব্যথা নিরাময়ে নিয়মিত হাঁটুন
৯ মে ২০১৮ (গ্লোবটুডেবিডি): রাস্তায় চলতে চলতেও হঠাৎ হয়তো চোট লেগেছে পায়ে। ব্যথায় হয়তো হাঁটতে পারছেন না। আপনি জানেন কি নিয়মিত হাঁটা আপনার হাঁটুর ব্যথা থেকে মুক্তি দেবে। পুরুষদের তুলনায়
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!