ফেসবুক ব্যবহারকারীদের প্রতিদিন ২০০ শিলিং কর দিতে হবে উগান্ডায়
২ জুন ২০১৮ (গ্লোবটুডেবিডি):
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের রাজস্ব আয়ের উৎস হিসেবেই দেখছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে, যার আওতায় প্রত্যেক ব্যবহারকারীকে ফেসবুক ব্যবহারের জন্য প্রতিদিন ২০০ শিলিং করে কর পরিশোধ করতে হবে।
বুধবার উগান্ডার পার্লামেন্টে পাস হয়েছে নতুন আইনটি। আগামী জুলাই থেকে শুরু হবে এ করারোপ। এতে বলা হয়েছে, ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে প্রত্যেক দিন ২০০ শিলিং (০.০৫৩১ মার্কিন ডলারের সমান) কর দিতে হবে যা বছরে প্রায় ১৯ মার্কিন ডলারের সমান।
দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ মাত্র ৬১৫ ডলার।
মোবাইল ফোন অপারেটরদের সিমের মাধ্যমে এই কর কেটে নেয়া হবে। ইন্টারনেট সংযোগযুক্ত সিম ব্যবহার করে যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।
দেশটির মানবাধিকারকর্মীরা সরকারি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তাদের দাবি নাগরিক জমায়েত ও সরকারবিরোধী স্বাধীন মতপ্রকাশ ঠেকানোর হাতিয়ার হিসেবে নতুন এই আইন করা হয়েছে।
About author
You might also like
আসছে ফোল্ডেবল স্মার্টফোন
২৫ মে ২০১৮ (গ্লোবটুডেবিডি): ফোল্ডেবল বা ভাঁজ করা যায়, এমন ডিসপ্লের স্মার্টফোনের কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এরই মধ্যে এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে স্যামসাং। কিছুদিন আগে হুয়াওয়ে
ফেসবুকে ‘ডাউনভোট’ ফিচার চালু
৫ মে ২০১৮ (গ্লোবটুডেবিডি): ২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ (আপভোট) বাটনটি যুক্ত করা হয়। আর এরপর থেকে অনেক ব্যবহারকারীই ‘ডিজলাইক’ বাটনও ফেসবুকে যুক্ত করার দাবী জানিয়ে আসছিলেন। ব্যবহারকারীদের অপছন্দ জানানোর সুযোগ
আসছে বিশ্বের ক্ষুদ্রতম ফোন
২৩ ডিসেম্বর ২০১৭ (গ্লোবটুডেবিডি): বিশ্বের সব থেকে ছোট ফোনের আত্মপ্রকাশ ঘটাল জ্যাংকো নামে একটি সংস্থা। বাণিজ্যিক উৎপাদন শুরু না হলেও সংস্থার দাবি বুড়ো আঙুলের থেকেও আকারে ছোট এই ফোন। ওজন
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!