বিদায় নিশ্চিত হওওয়ার পর স্বরূপে ফিরল দক্ষিণ আফ্রিকা!
বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর স্বরূপে ফিরল দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার চেস্টার-লি-স্ট্রিটে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে শ্রীলংকাকে নয় উইকেটে হারিয়ে আট ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলংকাকে তিন বল বাকি থাকতেই ২০৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসাররা। এরপর হাশিম আমলা ও অধিনায়ক ফাফ ডু প্লেসির হার না-মানা ফিফটিতে ৭৬ বল বাকি থাকতেই নয় উইকেটের অনায়াস জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
আমলা ১০৫ বলে ৮০ ও ডু প্লেসি ১০৩ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন। লক্ষ্য একটু বড় হলে দু’জনই হয়তো সেঞ্চুরির দেখা পেতেন। তবে সেঞ্চুরি না পেলেও দ্বিতীয় উইকেটে তাদের ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলংকাকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি।
পঞ্চম ওভারে লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরেছিলেন কুইন্টন ডি কক। বোলিংয়ে সেটাই হয়ে থাকল শ্রীলংকার একমাত্র সাফল্য।
তবে দক্ষিণ আফ্রিকার এই সান্ত্বনার জয়ে লাভ হল বাংলাদেশের। কারণ, মাশরাফিরা এখন শেষ দুই ম্যাচ জিতলে তাদের আর ধরতে পারবে না লংকানরা। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সাতেই পড়ে থাকল শ্রীলংকা।
তবে ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে বাকি দুই ম্যাচেই জিততে হবে শ্রীলংকাকে।
বিশ্বকাপে প্রথম খেলতে নামা ডুয়ানে প্রিটোরিয়াস একাই ধসিয়ে দেন শ্রীলংকার টপঅর্ডার। ১০ ওভারে মাত্র ২৫ রানে তিন উইকেট নিয়ে তিনিই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার। এছাড়া ক্রিস মরিস ৪৬ রানে নেন তিন উইকেট। আরেক পেসার কাগিসো রাবাদার ঝুলিতে গেছে দুই উইকেট।
ইনিংসের প্রথম বলেই লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দেন রাবাদা। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন কুশাল পেরেরা ও আভিশকা ফার্নান্দো। দশম ওভারে ফার্নান্দোকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রিটোরিয়াস।
সর্বোচ্চ ৩০ রান করেছেন কুশাল পেরেরা ও ফার্নান্দো।
এছাড়া বিশের ঘরে থেমেছেন কুশাল মেন্ডিস (২৩), ধনঞ্জয়া ডি সিলভা (২৪) ও থিসারা পেরেরা (২১)। শেষ ব্যাটসম্যান লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে তিন বল বাকি থাকতেই শ্রীলংকাকে গুটিয়ে দেন ক্রিস মরিস।
শ্রীলংকা ২০৩/১০, ৪৯.৩
দ. আফ্রিকা ২০৬/১, ৩৭.২
About author
You might also like
রোনাল্ডোকে কাঁদিয়ে সেমিতে আয়াক্স
ঘরের মাঠেও ‘কম শক্তি’র আয়াক্সকে হারাতে পারল না জুভেন্টাস। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ছাড়পত্র পাওয়া হলো না তাদের। প্রথম লেগে আয়াক্সের দূর্গে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। ফলে সেমির টিকিট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
৮ জানুয়ারি ২০১৭ (গ্লোবটুডেবিডি): বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল কক্সবাজারের
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় জয়
৬ মে ২০১৭ (গ্লোবটুডেবিডি): নরফোকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। শুক্রবার সাসেক্সর বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এদিন অবশ্য বৃষ্টি হানা দেয়নি। এই ম্যাচে
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!