বাংলাদেশসহ এশিয়ান-আমেরিকান ভোটারদের জরিপে এগিয়ে বাইডেন
বাংলাদেশিসহ এশিয়ান-আমেরিকান ভোটারের ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, যদি আজই নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ২৪ শতাংশ ভোট বেশি পাবেন জো বাইডেন।
গত মঙ্গলবার এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল কমিউনিটি হচ্ছে এশিয়ান-আমেরিকানরা। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে এশিয়ান-আমেরিকান ভোটারের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। তবে সংখ্যাগতভাবে বাড়লেও প্রধান দুটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোতে এখন পর্যন্ত সেভাবে সম্পৃক্ত হতে পারেননি এশিয়ানরা।
এই জরিপ পরিচালনাকারী টিম ও এশিয়ান-আমেরিকানদের তথ্য সংগ্রহকারীদের প্রধান কার্তিক রামাকৃষ্ণান মনে করছেন, নভেম্বরের নির্বাচনে এই কমিউনিটির অংশগ্রহণ আরও বাড়বে। কমলা হ্যারিসের কারণেও ভোট কেন্দ্রে তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সরব হবেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৩০ শতাংশ সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। ৫৪ শতাংশ ভোট দেবেন জো বাইডেনকে। অপরদিকে, ৩৪ শতাংশ বলেছেন যে, তাঁরা বাইডেনকে সহ্য করতে পারছেন না। তবে এ ধরনের মনোভাব পোষণকারীদের ৬০ শতাংশ রয়েছেন ট্রাম্পের বিপক্ষে।
জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলেছেন যে, নিজ নিজ এলাকার ডেমোক্র্যাট প্রার্থীকে তারা জয়ী করতে চান প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য ধরে রাখতে। ২৮ শতাংশ বলেছেন রিপাবলিকানদের পক্ষে।
সিনেটে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ী করতে চান ৪৬ শতাংশ ভোটার। অপরদিকে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩৪ শতাংশ। মাত্র ৩০ শতাংশ এশিয়ান আমেরিকান বলেছেন যে, গত এক বছরে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থীরা তাদের সাথে যোগাযোগ করেছেন। এক্ষেত্রে রিপাবলিকানদের পক্ষে বলেছেন ৪০ শতাংশ।
এখনও অনেক ভোটারের সাথে কোনো প্রার্থীই যোগাযোগ করেননি বলে জানা গেছে। ৪ জুলাই থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এ জরিপ চালানো হয় ভোটার হিসেবে তালিকাভুক্ত এশিয়ান-আমেরিকানদের মধ্যে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের সকল জরিপেই বাইডেন এগিয়ে রয়েছেন। তবে ব্যবধান খুব বড় নয়।
About author
You might also like
শক্তিশালী দেশের তালিকায় ভারত-পাকিস্তানসহ এশিয়াই শীর্ষে
২০ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): বিশ্বের শক্তিশালী ২৩টি দেশের তালিকায় প্রায় অর্ধেক দেশ এশিয়ার। এই মহাদেশ থেকে ১১টি দেশ তালিকায় স্থান পেয়েছে। যদিও বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। এর পরই আছে
উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা বাড়াল জাতিসংঘ
৩ জুন ২০১৭ (গ্লোবটুডেবিডি): জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়িয়েছে। পিয়ংইয়ং এ বছর ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই পদক্ষেপ নেয়া হলো। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সদস্যদেশ
‘রাখাইনে সহিংসতা দ্রুত বন্ধ করুন’
১৪ সেপ্টেম্বর ২০১৭ (গ্লোবটুডেবিডি): মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বুধবার নিরাপত্তা পরিষদের
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!