অবশেষে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ টেস্ট দল। ডাম্বুলায় ১৫ দিনের ক্যাম্পশেষে ক্যান্ডিতে যাবেন মমিনুল হকরা। সেখানে ১৮-২০ অক্টোবর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ট্যুর ম্যাচের পর ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবে বাংলাদেশ দল, যা হবে করোনা বিরতির পর বাংলাদেশ ক্রিকেটের মাঠে ফেরা।
কোয়ারেন্টিনের কড়াকড়ির কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রাথমিক প্রস্তাবে সফরে যেতে রাজী হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বুধবার নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করোনা টাস্কফোর্সের সঙ্গে আলোচনার পর সফরের পালে হাওয়া লেগেছে। বিসিবি যতটুকু ছাড় চেয়েছিল, তারচেয়েও বেশি ছাড় দিচ্ছে শ্রীলঙ্কা।
এখন আর কোয়ারেন্টিন নয়, ডাম্বুলায় ৭ দিন আইসোলেশনে থাকতে হবে মমিনুলদের। ওখানে পৌঁছানোর পর প্রথম করোনা টেস্ট নেগেটিভ এলেই নেমে পড়া যাবে অনুশীলনে। তবে হোটেলে এবং মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৭ দিন পর পুরোদমে অনুশীলনের অনুমতিও পাবে বাংলাদেশ।
তবে এখনই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু বলতে নারাজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এটুকু বলেন, , ’ওদের (এসএলসি) সঙ্গে আমাদের নিয়েমিত যোগাযোগ আছে। শুনেছি সরকারের সঙ্গে ওদের ফলপ্রসূ আলোচনাও হয়েছে। তবে এর কিছু আনুষ্ঠানিকতা আছে। আশা করি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওরা কিছু একটা জানাবে।’
About author
You might also like
ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল আজ
১৮ জুন ২০১৭ (গ্লোবটুডেবিডি): আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ রোববার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ। এই ম্যাচ ঘিরে গোটা
কারো উপর নির্ভর করতে চাইনি : গেইল
ঢাকা ৯ ডিসেম্বর ২০১৭ (গ্লোবটুডেবিডি): বিপিএলে সেঞ্চুরি না পেলে মন ভরে না ক্রিস গেইলের! বিপিএলে দশ সেঞ্চুরির চারটিই তার। সবশেষ গতকাল মিরপুরে পেলেন তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়ার অমিয় স্বাদ।
রোনালদোর জোড়া গোলে জিতল রিয়াল
১৪ সেপ্টেম্বর ২০১৭ (গ্লোবটুডেবিডি): স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পাওয়ায় নিষেধাজ্ঞার কারণে শেষ চারটি ম্যাচে রিয়ালের জার্সিতে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগে তার প্রত্যাবর্তনটা হয়েছে
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!