এনামুল কবির সুজনের লেখা গান গাইলেন কবীর সুমন
প্রথমবার বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। আর এই গীতিকবি হলেন এনামুল কবির সুজন। ‘যাচ্ছে জীবন’ শিরোনামের ভিনটেজ ধর্মী গানটি নিজেই সুরারোপ করে কণ্ঠও দিয়েছেন কবীর সুমন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন পশ্চীমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ধ্রুব বসু।
কবীর সুমন সাধারণত নিজেই নিজের গান এবং লেখা সুরারোপের কাজটি থাকেন। অন্যদের লেখা কিছু গানও তিনি গেয়েছেন তবে বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান তাঁর সঙ্গীতজীবনে এবারই প্রথমবার গাইলেন। বিষয়টি কলকাতার আনন্দবাজার পত্রিকাসহ আরো কিছু সংবাদপত্রে বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করে।
এই গানের বিষয়ে কবীর সুমন বলেছেন,‘ গানটি সুর করার পর আমার কয়েকজন ছাত্রছাত্রী ভিষণ পছন্দ করেছে। আমি আশাবাদী গানটি আমার এবং বাংলাদেশী গীতিকবি এনামুল কবির সুজনের একটি মাইলস্টোন হয়ে থাকবে।’
এনামুল কবির সুজন বলেন, ‘এর আগে আমার লেখা গান দেশের সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের অনেকেই গেয়েছেন। তবে কবীর সুমনের কণ্ঠে আমার গানের বিষয়টি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এবং বিশাল প্রাপ্তি। আমি তাঁর কাছে কৃতজ্ঞ কারণ তিনি আমার লেখা গানটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এবং সুর করে কণ্ঠও দিয়েছেন। মিউজিক ভিডিও নির্মাণের পর খুব শীঘ্রই গানটি বাংলাদেশ এবং ভারতের অনলাইন প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।’
উল্লেখ্য এর আগে এনামুল কবির সুজনের লেখা গান করেছেন সাবিনা ইয়াসমিন, আসিফ আকবর, রথীন্দ্রনাথ রায়, ব্যান্ডদল চাইম এর ভোকালিস্ট খালিদ, বাদশা বুলবুল, বেলাল খান, মাহাদী, কিশোর, কোনাল আরও অনেকেই। গীতিকবি সংঘের সদস্য এনামুল কবির সুজন গান লেখার পাশাপাশি একজন বিনোদন এবং আইটি উদ্যোক্তা হিসেবেও স্বনামে পরিচিত।
About author
You might also like
সঞ্জয় লীলা বানশালীর ছবি দিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা
৬ জুন ২০১৭ (গ্লোবটুডেবিডি): বেওয়াচ সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আবার বলিউডে ফিরছেন। সাবেক বিশ্বসুন্দরীকে বলিউডে নিয়ে আসছেন তাঁর প্রিয় পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানশালী। সঞ্জয়ের আগামী ছবি ‘গুস্তাখিয়াঁয়’ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। এই মুহূর্তে
মিলনকে সঙ্গে নিয়ে ‘আলতাবানু’ হচ্ছেন মম
ঢাকা ২৮ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয় করেছেন বেশকিছু চলচ্চিত্রে। সাফল্যও কম কুড়োননি তিনি। এবার কেন্দ্রীয় চরিত্রে বড়পর্দায় দেখা মিলবে এই তুখোড় অভিনেত্রীর!
নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফিরলেন প্রসূণ আজাদ
ঢাকা ১২ নভেম্বর ২০১৭ (গ্লোবটুডেবিডি): এক বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নাট্যাভিনয়ে ফিরেছেন প্রসূণ আজাদ। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!