চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী
ভূ-রাজনৈতিক বিরোধ যেন জাতিসংঘকে দুর্বল না করে সেদিকে সজাগ থাকতে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর রাতে নিউইর্য়কে এ বিশ্ব সংস্থার সদর দফতরে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন, দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত একটি রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাই। উন্নত ও উন্নয়নশীল বিশ্ব- সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, করোনাভাইরাস মহামারী তা দেখিয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ উন্নয়ন লক্ষ্য অর্জনকে আরও চ্যালেঞ্জিং করেছে কোভিড-১৯। এটা বর্তমানের আন্তর্জাতিক ব্যবস্থার ঘাটতিকে ফুটিয়ে তুলেছে। একই সঙ্গে এই মহামারী দেখিয়েছে যে, উন্নত ও উন্নয়নশীল উভয় দেশসমূহের জন্যই অতীতের যেকোন সময়ের চেয়ে জাতিসংঘকে বেশি প্রয়োজন। এটা দেখিয়েছে, বহুপাক্ষিক প্রচেষ্টাই সামনে এগিয়ে যাওয়ার উপায়। আর সে কারণেই ভূ-রাজনৈতিক বৈরিতা থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেয়ার আহ্বান জানাই।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘের ৭৫তম বার্ষিকী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মিলে যাওয়ায় এই উদযাপন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
জাতিসংঘের কাছে বাংলাদেশের অনেক ঋণের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমাদের উন্নয়নের জন্য জাতিসংঘ নেতৃত্বাধীন প্রচেষ্টাগুলো থেকে আমরা উপকৃত হয়েছি। আমাদের দিক থেকেও জাতিসংঘকে তার ম্যান্ডেট পূরণে আমরা ভূমিকা রাখছি।
About author
You might also like
লঘুচাপে উপকূলে ৩ নম্বর সতর্কতা
১১ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ সতর্কতা জারি করা হয়। এতে
যান চলাচল স্বাভাবিক রাখতে শাজাহান খানের আহ্বান
ঢাকা ১ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে সৃষ্ট অচলাবস্থায় দুঃখ প্রকাশ করে পরিবহন শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস, এ অনুরোধের
আইওআরএ সম্মেলন: ইন্দোনেশিয়ায় গেলেন প্রধানমন্ত্রী
ঢাকা ৬ মার্চ ২০১৭ (গ্লোবটুডেবিডি): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ায় গেছেন। আজ সোমবার
০ Comments
No Comments Yet!
You can be first to comment this post!